বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাশিয়া থেকে বিঘ্ন ছাড়াই আসছে রূপপুর প্রকল্পের যন্ত্রপাতি

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ  কেন্দ্রের নির্মাণ কাজে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হবে, তা রাশিয়া থেকে কোনো রকম বিঘ্ন ছাড়াই সমুদ্রপথে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সম্প্রতি রুশ সমুদ্রবন্দর সেন্ট পিটার্সবার্গ থেকে যন্ত্রপাতির নতুন একটি লট শিপমেন্ট করা হয়েছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জড়িত রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটম কর্তৃপক্ষ।

রোসাটম কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ লটে রূপপুর প্রকল্পের ইউনিট-১ এবং ইউনিট-২ এর জন্য ১৩০০ বিভিন্ন আইটেমের যন্ত্রপাতি রয়েছে। এর ওজন প্রায় এক হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই নতুন এই যন্ত্রপাতিগুলো রূপপুর সাইটে সরবরাহ করা হবে।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস- প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি জানান, ‘বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’ 

সর্বশেষ খবর