শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গতকাল দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

একুশে পদকপ্রাপ্ত এই অর্থনীতিবিদ বলেন, আশঙ্কাবাদীরা বিভিন্ন ধরনের কথা বলছেন। তাদের কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিবৃত্ত থাকতেন তাহলে পদ্মা সেতু হতো না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা-পরবর্তী সময়ে সব দেশ পুনর্যাত্রা শুরু করেছিল। সে কারণে অধিক চাহিদায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তার ঢেউ বাংলাদেশেও লেগেছে। এই মূল্যস্ফীতি আমাদের কোনো কারণে নয়, এটা বৈশ্বিক।

তিনি বলেন, যেখানে আমাদের তিন মাসের সামর্থ্য থাকলেই যথেষ্ট, সেখানে পাঁচ মাসের আমদানি সামর্থ্য রয়েছে। তবে বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সতর্ক রয়েছি। বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অতীতেও নিয়েছি, এখনো নেব। প্রতিমন্ত্রী বলেন, সব দেশ ঋণ করে থাকে। আমেরিকা, সিঙ্গাপুর, জাপান প্রত্যেকে তাদের দেশের চাইতে চার গুণ বেশি ঋণ করে থাকে। ঋণ হলো একটি ব্যবসা। কাজেই এই ব্যবসা বিনিয়োগে বাংলাদেশ অংশ নেবে এটাই স্বাভাবিক। তাছাড়া অর্থনৈতিক কোনো কার্যক্রমে আমরা বসে নেই।

তিনি বলেন, রয়টার্সের একটি প্রতিবেদনে বিশ্বের বেশ কয়েকটি দেশে অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের নাম নেই। বলা হয়েছে, বাংলাদেশের মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। কাজেই বিদেশের মূল্যায়ন ও আমাদের নিজস্ব মূল্যায়নে মনে করি, আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আশঙ্কাবাদীরা আশঙ্কা প্রকাশ করবেই। তাতে আমরা চিন্তিত নই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর