শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

হল প্রভোস্টের প্রশ্রয়ে শেকৃবির চাঁদাবাজরা!

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিং থেকে সংশ্লিষ্ট হল ছাত্রলীগের সভাপতি সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে নতুন কৌশল অবলম্বন করেন সংশ্লিষ্টরা। চাঁদাবাজি নিয়ে নিজেই নিজের কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহমেদ। এতে চাঁদাবাজিতে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা প্রশ্রয় পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছরের ডিসেম্বরে হল শাখা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকে অভিযুক্ত দুই নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের অভিযোগ জানান এ হল প্রভোস্ট। এ সময় তিনি অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে হলের ডাইনিং, ক্যান্টিন ও বিভিন্ন অনুষ্ঠানে হল প্রশাসনের কাছে চাঁদাবাজির তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই করা অনুসন্ধানে এসবের প্রমাণ মিললে গত বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে হল শাখা ছাত্রলীগের এ দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশ হয়। এরপর নিজেদের নির্দোষ প্রমাণ করতে তৎপর হন দুই নেতা। পরে হল প্রভোস্টের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তি তৈরি করা হয়। যা অভিযুক্ত দুই নেতার ফেসবুক প্রোফাইল থেকে গতকাল প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয় ‘হলের ডাইনিংয়ের মিল চার্জ বৃদ্ধি ও চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কবি কাজী নজরুল ইসলাম হল শাখার কোনো সংশ্লিষ্টতা নেই।’ এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কোনো তদন্ত করে এটা দেওয়া হয়নি। ওদের (সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক আরিফ) পীড়াপীড়ির কারণে এটা দিয়েছি। আর ছাত্রলীগ মানে তো শুধু ওরা দুজন না, আরও অনেকে আছেন। এ জন্য বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করিনি। আর এ বিজ্ঞপ্তিতে কিছু যায় আসে না। কারণ নিউজ যেটা হওয়ার হয়ে গেছে, যেটা আসল সত্য সেটা বের হয়ে গেছে।’

 

সর্বশেষ খবর