শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নিয়ম না মেনে পণ্য বিক্রি পাঁচ দোকানকে জরিমানা

নিজস্ব গ্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চৌমাথা বাজার এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রির মূল্য ও মেয়াদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যপণ্য তৈরিতে ক্ষতিকারক উপাদান মেশানো এবং অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে মুসিলম সুইটসকে ৮ হাজার, অর্পিতা মিষ্টান্ন ভান্ডারকে ৪০ হাজার, ভাই ভাই স্টোরকে ৫ হাজার, শরীফের সবজির দোকান থেকে ৩ হাজার এবং কালামের মুরগির দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী।

সর্বশেষ খবর