শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
রাবি অধ্যাপক তাহের খুন

স্থগিত হলো আপিল বিভাগের রায়

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা। পরে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত করে নিয়মিত বেঞ্চে তা শুনানির জন্য নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দিয়েছেন বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে পাওয়া যায় পদোন্নতি-সংক্রান্ত বিষয়ের জের ধরে নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের মরদেহ।

৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল পুলিশ। এই হত্যা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুইজনকে খালাস দেন। দন্ডিতরা হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের সুম্মন্ধি আবদুস সালাম।

 

সর্বশেষ খবর