নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে ইউসুফ নবী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভাসমান ওই লাশের প্রায় ১০ ফুট দূরে মেঘনার পাড়ে এক জোড়া জুতা ও বিষের একটি খালি বোতল পাওয়া যায়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার। নিহত ইউসুফ নবী উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের নুরু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সায়দাবাদ নৌকাঘাট এলাকায় মেঘনায় এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের শার্ট এবং দুই হাত মেহেদি রাঙানো ছিল। লাশের সঙ্গে দুটি স্মার্টফোন ও নগদ টাকা পাওয়া গেছে। তবে সায়দাবাদে মেঘনার পাড়ে উপস্থিত আশপাশ গ্রামের লোকজন কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেননি। রাতে স্বজনরা এসে লাশটি ইউসুফের বলে শনাক্ত করেন। পরিবারের লোকজন জানান, সোমবার নরসিংদী সদর উপজেলার মুরাদনগরের বাসিন্দা ললিত উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ইউসুফ। সন্ধ্যার পরই নিখোঁজ হন তিনি। স্বজনরা তার খোঁজ পাচ্ছিলেন না। এক দিন পরই মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। ইউসুফের বাবা নুরু মিয়া বলেন, ‘আমার ছেলে সাঁতার জানে না। এজন্য সে নদীতেই নামে না। আমার ছেলেকে কেউ হত্যা করে নদীতে ফেলে এভাবে নাটক সাজানোর চেষ্টা করছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানাচ্ছি।’ রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
মেঘনায় ভাসছিল হাতে মেহেদি লাগানো যুবকের লাশ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর