বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সূফিবাদ : ড. শামসুল

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সূফিবাদ আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মাইজভান্ডার দরবার শরিফ ব্যাপক অবদান রাখছে। সূফিবাদ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত করে বিশ্বে শান্তি সমাজ গড়ে তুলছে। গতকাল হোটেল ঢাকা র‌্যাডিসন ব্লুতে আন্তর্জাতিক সূফি ঐক্য সংহতি’র (সূফিজ) আয়োজনে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সূফিজ চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী।

বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ভারতের আজমীর শরিফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা সালমান চিশতী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বায়ক শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর বিক্রম, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজি প্রমুখ।

সর্বশেষ খবর