রাজধানীর দক্ষিণখান ও মানিকগঞ্জের নারাঙ্গাই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের কয়েকজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণখানের কসাইবাজার এলাকায় এই বিস্ফোরণে দগ্ধরা হলেন- গৃহিণী মারিয়া আক্তার, নবীন হোসেন, দোকান কর্মচারী মামুনুর রশিদ, শান্ত, মুজিবুর রহমান ও মোক্তার হোসেন। তাদের শরীর ২০ থেকে ৯০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, সোমবার মারিয়া ও নবীন নামে দুজন স্থানীয় বাসিন্দা কসাইবাজার এলাকায় একটি হোটেলে যান আলুর চপ ও বেগুনি কিনতে।
ওই সময় সেখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।
এদিকে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নারাঙ্গাই এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধরা হলেন- মো. রাশেদ মিয়া (৪০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৬), দুই বছর বয়সী রিফাত ও স্বজন ফারুক।
এ প্রসঙ্গে প্রতিবেশী হাজি মো. নঈম বিশ্বাস বলেন, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার সময় হঠাৎ পাশের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দৌড়ে গিয়ে দেখি সবাই গ্যাসের আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। দ্রুত তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। রাশেদ মিয়া স্থানীয় মাহতাব উদ্দিনের বাসার ভাড়াটিয়া।