নারায়ণগঞ্জের রূপগঞ্জে পত্রিকার সুপারভাইজারকে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে ডেমরার হাজীনগর এলাকায় সংঘটিত ঘটনায় আহত বিল্লাল হোসেন রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকার শেখ কল্লেকার ছেলে।
আহত বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ডেমরা এলাকার পত্রিকার সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পত্রিকা কেনার সুবাধে তার সঙ্গে হাজীনগরের রসুলনগর এলাকার শামসু মিয়ার ছেলে কিরণ মিয়ার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে কিরণ মিয়া ব্যবসা করার কথা বলে বিল্লাল হোসেনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ধার নেয়। টাকা পরিশোধের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা নিয়ে টালবাহনা করতে থাকে কিরণ মিয়া। শনিবার পাওনা টাকা চাওয়ায় কিরণ মিয়ার ছেলে পারভেজ ও তার সহযোগী হাসান মিয়া তাকে লাঞ্ছিত করে।
এ ঘটনায় বিল্লাল হোসেন ডেমরা থানায় অভিযোগ করেন। পরে একটি সালিশি বৈঠকও হয়। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে পারভেজ ও হাসান পুনরায় তাকে হাতুড়ি দিয়ে থেঁতলে দেয়। বিল্লাল হোসেন বলেন, আবার টাকা চাইতে গেলে তাকে কুচি-কুচি করে কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। এ ডেমরা থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।