রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগের সভাপতিকে অকথ্য ভাষায় গালাগাল, মারধরের হুমকি ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৯টার দিকে বিভাগের সভাপতি অধ্যাপক ইসমাত আরা বেগমের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক হাকিমুল হক। অবশ্য, তিনি অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন।
অধ্যাপক ইসমাত আরা বেগম বলেন, সহযোগী অধ্যাপক হাকিমুল হক সকালে আমার কক্ষে তার একটি চিঠি স্বাক্ষর করানোর জন্য আসেন। এ সময় আমি তাকে আগের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বলি। নইলে তার চিঠিতে স্বাক্ষর করব না বলে জানাই। এরই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে স্বাক্ষর দেওয়ার জন্য হুমকি, অকথ্য ভাষায় গালাগাল ও টেবিল চাপড়িয়ে গ্লাস ভেঙে ফেলে। এ ছাড়া কক্ষ থেকে বের হওয়ার সময় আমাকে লাঠি দিয়ে মারার হুমকি দেন। ঘটনাটির দৃশ্য কক্ষের সিসিটিভি ফুটেজে রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘এ বিষয়ে কিছুটা শুনেছি। তবে বিভাগের চেয়ারম্যান বা অন্য কেউ এখনো কিছু বলেনি। বিভাগ থেকে যোগাযোগ না করা পর্যন্ত কিছু বলা উচিত হবে না।’