বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পিএসসি সদস্য বিদায়ী জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজম। অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি পিএসসির সদস্য হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন বলে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে চাকরির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে বৃহস্পতিবার থেকে অবসরে পাঠিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন। তাকে নিয়ে বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা হবে ১৩ জন।

বিসিএস ১৯৮৪ ব্যাচের  কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

সর্বশেষ খবর