শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে একটি বাসায় ডাকাতির সময় বাধা দেওয়ায় এক বৃদ্ধকে খুন করেছে দুর্বৃত্তরা। তার নাম হাজী মুনসুর আলী (৭৬)। বৃহস্পতিবার মধ্যরাতে চকবাজারের খাজে দেওয়ান লেনে এ ঘটনা ঘটে। স্বজনরা মুনসুরের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিন ছেলে ও এক মেয়ের বাবা মনসুর চকবাজারের বাইতুন নূর মসজিদের সভাপতি ছিলেন। তার ছেলে সারোয়ার আহমেদ গতকাল জানান, খাজে দেওয়ান লেনের ৬৯/২ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা ও মা। পরিবারের বাকিরা অন্য তলায় থাকেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় পরিবারের সবাই স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যান। তবে কিছুটা অসুস্থ থাকায় তার বাবা তাদের সঙ্গে যাননি। অনুষ্ঠান শেষে রাত ১২টায় তারা বাসায় ফিরলে দ্বিতীয় তলার দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিয়ে ঘরে ঢুকে মেঝেতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। আর ঘরের আলমারি, শোকেস, লকার তছনছ অবস্থায় পাওয়া যায়।

সারোয়ারের অভিযোগ, দুর্বৃত্তরা মনসুরের হাত-পা বেঁধে নির্যাতন ও তাকে ইনজেকশন পুশ করে বাসার জিনিসপত্র লুট করে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। বাসায় বেশ কিছু টাকা ছিল, তবে কত টাকা ছিল, তা জানাতে পারেননি তিনি। তবে পরিবারের সবার স্বর্ণালংকার মা-বাবার ঘরে ছিল। সেগুলো লুট করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

সর্বশেষ খবর