রাজধানীর মিরপুরে জাতীয় বোটানিক্যাল গার্ডেনে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
ওসি বলেন, নিহতের নাম তুলি। তার ঘাতক সাবেক স্বামীর নাম সাইদুল ইসলাম। গত বছরের ফেব্রুয়ারি তাদের বিয়ে হয় এবং জুলাইয়ে বিচ্ছেদ হয়। তারা আবার পরস্পর সম্পর্কিত হওয়ার চেষ্টা করছিলেন। তুলির মোবাইল ফোনে বার বার ফোন আসায় সন্দেহ করেন সাইদুল।
এ ঘটনার জের ধরেই তিনি তুলিকে ছরিকাঘাতে হত্যা করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাইদুল। ঘটনার পর তুলির লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।তুলির গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়।