সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উন্নয়ন প্রকল্প শেষ করাই চ্যালেঞ্জ : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করাই নতুন বছরের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্রের শিকড় শক্ত করতে যথেষ্ট চেষ্টা করছে। গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের আমলেই হয়েছে। এ সরকারের মেয়াদ পাঁচ বছর। আর পাঁচ বছরের মেয়াদ শেষে সংবিধানে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আনিসুল হক বলেন, সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করা হয়েছিল, এর যেগুলো এখনো শেষ হয়নি সেগুলো শেষ করা। পদ্মা সেতু ও মেট্রোরেল চালু ২০২২ সালের সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ এ বছর যত উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার কথা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সেগুলো শেষ করব। নির্বাচন সঠিকভাবে ও সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান আনিসুল হক।

 

সর্বশেষ খবর