বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পদক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ ১১৫ পুলিশ সদস্য পদক পেয়েছেন। পুলিশ সপ্তাহের শুরুর দিন গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেন। ২০২২ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান ১৫ জন ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ২৫ জন এবং গুরুত্ব¡পূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ২৫ জন ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা ৫০ জন।

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) : মরহুম লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন, মরহুম এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, মরহুম কনস্টেবল মোতাহের বিল্লাহ লিপন, মরহুম ল্যান্স করপোরাল মো. মাহমুদুল হাসান, লে. কর্নেল এম এ ইউসুফ, মেজর মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোমেনুর রহমান, এসআই (নিরস্ত্র) কামরুল হাসান, সার্জেন্ট রেকসনা খাতুন, এএসআই (নিরস্ত্র) মো. ইয়াছিন, কনস্টেবল মো. আলিম খান এবং ড্রাইভার কনস্টেবল মো. তুহিন হোসেন।

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা : অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া, উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ, উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ মোহাম্মদ তানভীর, উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মিয়া মাসুদ করিম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ, লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন, পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান, পুলিশ সুপার মো. আবু হাসান, পুলিশ সুপার সুনন্দা রায়, পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মনজুর মোরশেদ, উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, মেজর মির্জা আহমদ সাইফুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু নোমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আহমেদ আস সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল আমিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু শহীদ মো. কামরুল আহসান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুবায়ের আহমেদ খান, এসআই (নিরস্ত্র) সালে ইমরান এবং এএসআই (নিরস্ত্র) মো. জুয়েল রানা।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) : লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমান, লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, মেজর সৌরভ মো. অসীম শাতিল, স্কোয়াড্রন লিডার আলী আশরাফ তুষার, অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক-উর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী চিশতী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ খান, সহকারী পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মোরাদ, সহকারী পুলিশ সুপার এম. সাইফুল ইসলাম খালিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালাহউদ্দীন মিয়া, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাঈদ আহমেদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রুপণ কুমার সরকার, এসআই (নিরস্ত্র) আবুল কালাম আসাদ, এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র সরকার, এসআই (সশস্ত্র) মো. হেলাল উদ্দিন, এসআই (নিরস্ত্র) দিপঙ্কর রায়, কনস্টেবল সোহেল বড়ুয়া এবং কনস্টেবল জয়নন্দ বড়ুয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা : উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনির হোসেন, যুগ্ম-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোছা. শেহেলা পারভীন, লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগম, পুলিশ সুপার নাইমা সুলতানা, বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, অতিরিক্ত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পুলিশ লিয়াজোঁ অফিসার এ এইচ এম শাহাদাত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আ ত ম আবদুল্লাহেল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌসী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার সুমী, লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মনজুর-এ-খোদা, সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইমরানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অপূর্ব হাসান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির, এসআই (নিরস্ত্র) বুলবুল আহাম্মদ, এএসআই (নিরস্ত্র) মো. শফিক উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মো. রাজ্জাক, এএসআই (নিরস্ত্র) মো. হারুন অর রশিদ এবং এএসআই (নিরস্ত্র) কৃষ্ণ কান্ত রায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর