শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছিনতাই অভিযোগ আটক ডেমরা থানার এসআইসহ চারজন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে মোজাম্মেল হক (৩৭) নামে ডেমরা থানার এক এসআইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক অন্যরা হলেন- রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) এবং বিজয় (২৬)। গ্রেফতার এসআই মোজাম্মেল হক রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে সরকারি পিস্তল, হ্যান্ডকাফ ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল এ ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী সজীব (২৫) আড়াইহাজার থানায় মামলা করেছেন। আটক মোজাম্মেল হক ঢাকার ডেমরা থানার এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। মামলায় সজীব উল্লেখ করেছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিযোগে আড়াইহাজারের প্রভাকরদি যাচ্ছিলেন।

প্রভাকরদি বাজার-সংলগ্ন আবদুর রউফের ভাঙারির দোকানের সামনে গেলে গ্রেফতারকৃত পুলিশের এসআই মোজাম্মেল পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। এসআই মোজাম্মেল ভয়ভীতি প্রদর্শন করেন এবং সজীবের কাছে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। হাতকড়া পরানো অবস্থায় তাদেরকে কাশবনের মাঠ থেকে টেনেহিঁচড়ে সামনের রাস্তায় নিয়ে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করেন তারা। এ সময় সজীব ও রাসেল চিৎকার করলে কিছুদূরেই টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। এরপর ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দেন। তখন এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অন্য এক পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে। এসআই নাহিদ মাসুম বলেন, গ্রেফতারদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ খবর