বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সরকারিকরণের দাবিতে বিক্ষোভ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও কলেজ কর্তৃপক্ষের হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন ছাত্রীরা। গতকাল সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এসময় কলেজ কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। অবস্থান ধর্মঘটে কলেজের কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীও অংশ নেন।

আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর ঘোষিত ও অনুমোদিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজটির সরকারিকরণ বাস্তবায়ন কার্যক্রম কিছু শিক্ষকের কারণে আটকে আছে। কলেজটিতে সরকার প্রেষণে অধ্যক্ষ নিয়োগ দিলেও তাকে অধ্যক্ষের আসনে বসতে দেওয়া হচ্ছে না। সরকারিকরণ প্রক্রিয়াধীন বলে ৩ বছর ধরে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষক-কর্মচারিদের। কলেজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ডিড অফ গিফট প্রদানের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারের কাছে হস্তান্তর না করাসহ আরও বেশকিছু অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ২৫ টাকা বেতনে পড়ার কথা থাকলেও ১৩০০ টাকা বেতন দিতে হচ্ছে যেটা পরিবারের জন্য ভীষণ চাপের। সরকারিকরণ এর পক্ষে কথা বললে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ভয় ভীতি দেখানো হয়। শিক্ষক-কর্মচারীর চাকুরি চলে যাবে, শিক্ষার্থীদের টিসি দিয়ে দেয়া হবে এমন সব কঠোর শাস্তির কথা বলে হয়রানি করা হয়। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া এই অবরোধ দুপুর ২টায় শেষ হয়।

সর্বশেষ খবর