পটুয়াখালীর বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পী হত্যাকারীদের ফাঁসির দাবিতে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে গতকাল দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাফিজের মা নার্গিস বেগম, বোন মার্জিয়া আক্তার, মামা নুরুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আরিফ হোসেন ও মো. ঈমনসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা দুই শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের ফাঁসির দাবি জানান। মানববন্ধনের আগে একই দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সদর রোড থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২২ মার্চ পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ওই দুই স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের কিশোর সন্ত্রাসীরা।