রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করবে কর্মচারী সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে ৫০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টসহ পাঁচ দফা দাবি আদায়ে ৩ জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর শিশুকল্যাণ পরিষদে পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজিত কর্মচারী সমাবেশে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আজাদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কর্মসূচি থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি এম এ ওয়াদুদ, অতিরিক্ত মহাসচিব রোকনুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর