রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা
পর্যালোচনা সভায় বক্তারা

বাজেটে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এ বাজেটের মাধ্যমে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। গতকাল পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, আবু আবদুল্লাহ, নূরুল আলম, জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল।

বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। বিদেশ থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। বাজেট ব্যয়ের দ্বিতীয় বৃহত্তর খাত হচ্ছে সুদ পরিশোধ। পরিচালন ব্যয় ও সুদ পরিশোধের মতো অনুন্নয়ন খাতেই ব্যয় হবে বাজেটের অধিকাংশ অর্থ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তব সম্মত নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর