সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে বিদ্যুৎ খাতকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রমের শঙ্কা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত ২০১৪ সালে বিদ্যুৎ খাতকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। নির্বাচন ঘিরে এবারও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য ‘হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে কয়েক মাস কিছুটা সমস্যা ছিল। সেগুলো কাটিয়ে উঠেছি। এবার সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। সেভাবেই প্রস্তুতি রয়েছে। সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ ও জ্বালানিতে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত। তবে ২০২৭ সালের পর সেটি কভার করতে পারব। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা    দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর