রাজধানীর কবি নজরুল কলেজ ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে। জানা যায়, গণধোলাই খাওয়া ছাত্রলীগ কর্মীর নাম মো. শিহাব। শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন শিহাব।
এ ছাড়াও ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার এক সমন্বয়ক বলেন, আমরা আন্দোলন করার সময় ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। পুরো ক্যাম্পাস দখলে রেখে তারা সন্ত্রাসী কর্মকান্ড করত। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারত না। যেসব শিক্ষার্থী ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছেন আজ তারা ক্ষিপ্ত হয়ে এই ছাত্রলীগ কর্মীকে মারধর করেছেন। পরবর্তীতে আমরা তাকে সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।