৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। অনলাইনে আবেদন গ্রহণ শুরুর আগের দিন গতকাল পিএসসির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ছিল। একাধিক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।
তবে এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে। চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।