৩০ জানুয়ারির মধ্যে ঢালাওভাবে আটক বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যদের মুক্তিসহ ছয় দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। এ সময়ের মধ্যে দাবি না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য মাহিন সরকার।
তিনি বলেন, পিলখানা হত্যাকান্ড ও বিচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাজানো নাটক। সাড়ে ১৫ বছর আগে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় ২৫৬ জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা চাই, অবিলম্বে বাকিদের মুক্তি দেওয়া হোক। নতুন কমিটি স্বাধীনভাবে কাজ করে নতুনভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে জেলের ভিতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ প্রদান, বিজিবি আইন ২০১০ বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল, বিডিআর নাম ফিরিয়ে আনা, পিলখানার ভিতরে এবং বাইরে সব শহীদের স্মরণে জাতীয় দিবস চালুসহ ছয় দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।