গত ১৮ এপ্রিল ‘শাবি অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা চৌর্যবৃত্তিসহ নানা অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, রাশেদ মাহমুদ ও ইব্রাহীম খলিল। প্রতিবেদনে একটি প্রবন্ধের তিনজন লেখকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : যথাযথ নিয়ম মেনে ড. নিয়াজ জামান, ড. হিমাদ্রী শেখর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। প্রমাণাদির ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে এবং তার সব প্রমাণ প্রতিবেদকের কাছে রয়েছে।