রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া যায়। গুলিবিদ্ধ শরিফুল জানান, ‘গুলশান ১-এর লেকে আমার একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়। এক মাস আগে টেলিসুমনের সম্বন্ধী পিচ্চি রুবেল মোবাইল ফোনে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ (গতকাল) দুপুরে ৩/৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে।
এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসে।’
এ ব্যাপারে ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গুলশান লেক পাড়ে গুলির ঘটনা ঘটেছে। আহত শরিফুল ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।