প্রধান নির্বাচন কমিশনার দেশে ফেরার পর এবার বিদেশ ভ্রমণে গেলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। আইডিইএ প্রকল্পের আওতায় এবার এক মাসের সফরে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে গেলেন এই নির্বাচন কমিশনারসহ দুই কর্মকর্তা। অন্য দুই সদস্য হলেন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি ও আইডিইএ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আবদুল বারী। গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে তারা ঢাকা ত্যাগ করেছেন বলে ইসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেন। বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পর নির্বাচন কমিশনে বিদেশ ভ্রমণের হিড়িক পড়েছে বলে ইসিতে গুনজন চলছে। জানা যায়, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যানসিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অধীনে বিভিন্ন সেমিনার নামে বিদেশ ভ্রমণের আয়োজন করে ইসি। এ কার্যক্রমে কমিশনারদের সঙ্গে তাদের আস্থাভাজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদেশ ভ্রমণ করছেন। এ ভ্রমণে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা। এর আগে দীর্ঘ দেড় মাস আমেরিকায় সফর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তার সঙ্গে যোগ দেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম ও আইডিইএ প্রকল্প পরিচালক। আগামী ২ মে কমিশনার মো. আবু হাফিজ চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে যাবেন যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে। থাকবেন ১১ মে পর্যন্ত। এই প্রতিনিধি দলে রয়েছেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম, ডিরেক্টর মো. মহসীন আলী ও ডেপুটি চিফ ড. মো. আমজাদ হোসেন। এই দলটি ফিরলে ১৬ মে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণে যাবেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। থাকবেন ২৫ মে পর্যন্ত। এই দলে আছেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ মো. সাইফুল হক চৌধুরী।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        