৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৫৮

অবৈধ বিত্ত-বৈভব গড়তে একটি অংশ আজ অন্ধ

পীর হাবিবুর রহমান

অবৈধ বিত্ত-বৈভব গড়তে একটি অংশ আজ অন্ধ

পীর হাবিবুর রহমান

মুজিব কন্যা সততার সাথে লড়ছেন দুনীতিকে নিয়ন্ত্রণে এনে দেশের অর্থনৈতিক মুক্তি আনতে।আমাদের প্রবৃদ্ধি বেড়েছে। ভারতের রুপি, ব্রিটেনের পাউন্ড শেখ হাসিনার টাকার কাছে নত হয়েছে। এক সময় ১০০ টাকায় ৫৫ রুপি পেতাম। এখন ৮৬ টাকা পাচ্ছি। রানীর মাথা বঙ্গবন্ধুর মাথা ১৩৫টি দিলে একটি মিলতো, এখন ১০৪ টাকায় এক রানী। উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছে। কিন্তু ক্ষমতার দম্ভে ও হরিলুট করে অবৈধ বিত্ত-বৈভব গড়তে একটি অংশ আজ অন্ধ।

শেয়ারবাজার, ব্যাংক খাত, সরকারি সকল খাতই দুর্নীতির মহোৎসবে ভাসছে। অসৎ একটি রাজনৈতিক শক্তি, একটি দাম্ভিক ব্যবসায়ী চক্র, কিছু লোভী দলের সুবিধাভোগী আর প্রজাতন্ত্রের বেপরোয়া একদল কর্মকর্তা-কর্মচারী মিলে লুটের স্বর্গভূমি বানাতে চায় মুজিবের বাংলাদেশ। দেশি-বিদেশি বিনিয়োগ কমেছে। সুশাসন নেই।

অপ্রতিরোধ্য এই শক্তিকে আজ শেখ হাসিনার নেতৃত্বে রুখতেই হবে। জনঅসন্তোষ বাড়িয়ে সরকারের ইমেজ গণবিচ্ছিন্ন করে এরা শেষ তলানিতে নিতে চায়। দেশের মানুষ এদের নাম জানে, রাষ্ট্র কেন জানে না? এই বেহায়া হারামখোর লুটতরাজ ডাকাতদের রুখতেই হবে, এর বিকল্প নেই।
 
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

বিডি-প্রতিদিন/মাহবুব

 

সর্বশেষ খবর