মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্সবিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদের প্রতি প্রবাসীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয় এক নাগরিক সংবর্ধনা সমাবেশে। গতকাল রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাশ্চাত্যে শুধু মহিয়সী বাঙালি নারী হিসেবেই নয়, বহুজাতিক এ সমাজে নিজের কর্মগুণে বিশাল দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় ড. নীনাকে এ সংবর্ধনার আয়োজন করে ‘নর্থ বেঙ্গল ফাউন্ডেশন।
নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আতাউল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ডা. জিয়াউদ্দিন।
সুদূর এ প্রবাসেও বাঙালিরা ঐক্যবদ্ধ হতে পারছেন না এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন মুল্লুকের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করেন ওবামার এ উপদেষ্টা। তিনি বলেন, ‘স্থপতি এফ আর খানের মেধার স্বীকৃতি মিলেছে শিকাগো সিটি কর্তৃক। কিন্তু আমেরিকায় জাতীয়ভাবে এখনও সিয়ার্স টাওয়ারের স্থপতি বাঙালি এফ আর খানের স্বীকৃতি মেলেনি। অথচ বিশ্বের অনেকেই এখন তার ধ্যান-ধারণায় নয়া সুউচ্চ ভবন নির্মাণ করছেন।’
ড. নীনা বলেন, ‘আমরা এই প্রবাসে ঐক্যবদ্ধ হতে পারছি না বলে মার্কিন মূলধারার অনেক সুযোগ আদায়ে সক্ষম হচ্ছি না। এদেশে জন্ম অথবা বড় হওয়া সন্তানের কথা বিবেচনা করে হলেও আমরা যেন বিভেদ-বিভক্তির ঊর্ধ্বে উঠি’আহ্বান নীনার।
‘বহুজাতিক এ দেশে বাঙালিরা এককভাবে নয়, এশিয়ান হিসেবে জোটবদ্ধ হতে হবে, তাহলেই কেন্দ্রীয় সরকারের বহুবিধ সুবিধা আদায় করা সম্ভব হবে বলেন নীনা। তিনি বলেন, বাংলাদেশি-আমেরিকানরা মেধা এবং মননে অনেক এগিয়েছেন। কিন্তু সে সম্পর্কে কোন ডাটাবেজ না থাকায় হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগের সময় কোন বাংলাদেশির নাম দেয়া সম্ভব হয় না।
নীনা বলেন, মূলধারায় সম্পৃক্ত হয়ে কেউ যেন বাঙালি সংস্কৃতিকে ভুলে না যাই। সর্বত্র বাঙালিত্ব সমুন্নত রাখতে হবে। আমি কাজ করতে করতে একটি জায়গায় এসেছি। তাই বলে আমি চাই না যে, আমার এই আসাটা যেন শেষ না হয়। আমি সবসময় চাই যে, আমার এ আসাটা হচ্ছে শুরু এবং তা যেন অব্যাহত থাকে।
অনুষ্ঠানে প্রবাসী কবি সালেম সুলেরী নীনা আহমেদকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেন এবং তার কপি নীনাকে প্রদান করেন। আর সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীনন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৫/ রশিদা