বাংলাদেশ নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানীর ২৪ ঘন্টা আগে শুনানীর আয়োজনকারী 'এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটি'র চেয়ারম্যান কংগ্রেসম্যান ম্যাট স্যালমনকে বিস্তারিত অবহিত করলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
২৯ এপ্রিল বুধবার দুপুরে ক্যাপিটল হিলে কংগ্রেসম্যানের অফিসে মোহাম্মদ জিয়াউদ্দিন একান্ত বৈঠকে মিলিত হন রিপাবলিকান এই কংগ্রেসম্যানের সাথে। এ সময় ঢাকা ও চট্টগ্রামের ৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রসঙ্গ বিশেষভাবে আলোচিত হয়। এছাড়া, টানা ৯২দিন বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধের নামে পেট্রল বোমা ছুড়ে নিরীহ মানুষ হত্যা, নাশকতা চালিয়ে জনজীবনকে জিম্মি করার প্রসঙ্গও স্থান পায়। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মীয় উগ্রপন্থিদের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে সরকারের দৃঢ় মনোবল সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার বন্ধের অভিপ্রায়ে একাত্তরের ঘাতকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যে অপতৎপরতা চালাচ্ছে তা দমন করতে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কংগ্রেসের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তাকে অবহিত করেন জিয়াউদ্দিন। সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, 'প্রাপ্ত ভোটের পরিমাণ বিশেষভাবে পর্যালোচনা করলেই অনুধাবন করা সম্ভব যে, নির্বাচনে কারচুপি হয়নি।'
উল্লেখ্য যে, ৩০ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টা থেকে অপরাহ্ন ৫টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর রাত ৩টা) পর্যন্ত 'বাংলাদেশের জখম : রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় উগ্রবাদ' শীর্ষক এক শুনানীতে উপ-কমিটির সদস্য কংগ্রেসম্যানরা বক্তব্য রাখবেন। এছাড়া হেরিটেজ ফাউন্ডেশন, ডেভিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি এবং এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান ড. আলী রিয়াজ, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সরকার সম্পর্ক বিভাগের পরিচালক জয় কানসারা, ইউএস-বাংলাদেশ ট্রেড এন্ড রিলেশন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট স্টিভেন ডি ফ্লিশচিল এবং ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়া কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্কিত সিনিয়র ফেলো ড. আলীসা আয়েরস সাক্ষ্য দেবেন বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে।
এ শুনানী ছাড়াও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের চতুর্থ অংশীদারিত্ব সংলাপ। সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ম্যাট স্যালমনের সাথে জিয়াউদ্দিনের বৈঠকের গুরুত্ব অপরিসীম বলে অনেকে মনে করছেন।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ