বিশ্বজুড়ে অভিবাসী সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। বহু অভিবাসী বিশ্বের অনেক দেশেই শরণার্থী হিসেবে দিন যাপন করছে এবং অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে সমুদ্রপথে মৃত্যুবরণ করছে। আর এই সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় কোটার ভিত্তিতে শরণার্থী গ্রহণের প্রস্তাব উত্থাপন করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন। এই প্রসঙ্গে আগামিকাল বুধবার কমিশনের সভায় শরণার্থী নীতি ঘোষণা করা হবে।
এই ঘোষণার মাধ্যমে অভিবাসীদের মানব পাচারের শিকার না হয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ইউরোপে যেতে সাংগঠনিক সহায়তা তৈরির প্রস্তাব দেওয়া হবে। তবে এজন্য ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। আগামী জুনের শেষে এক সম্মেলনে ইউরোপের নেতারা এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরে এরইমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুযায়ী, প্রতি বছর বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে চেষ্টা করতে গিয়ে এখনও পর্যন্ত ১ হাজার ৮০০'রও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ২০ গুণ।
ভূমধ্যসাগরে ডুবে অভিবাসী মৃত্যু ঠেকানোর সর্বশেষ প্রচেষ্টার উদাহরণ হলো ইইউ'র এই প্রস্তাব। জাতিগত সংঘাত, যুদ্ধ কিংবা দারিদ্র্যের কারণে সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও সোমালিয়ার মতো দেশগুলো থেকে গত বছর দুই লাখেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। সাগরে ডুবে কিংবা অন্যান্য কারণে যাত্রাপথেই এর মধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৫/ রোকেয়া।