ভারত সহিষ্ণু দেশ যদিও এ দেশের কিছু মানুষ আছেন যারা অসহিষ্ণু। এমন মন্তব্য করেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা জানান, ‘আমি মনে করি ভারত একটা সহিষ্ণু দেশ, কিন্তু এখানকার কিছু মানুষ অসহিষ্ণু। প্রতিটি সমাজেই এমন কিছু মানুষ আছে যারা অসহিষ্ণু’।
শনিবার সন্ধ্যায় দিল্লিতে ‘কামিং অফ দ্য এজ অফ ইনটলারেন্স’ নামাঙ্কিত একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মালদায় সহিংসতার ঘটনা প্রসঙ্গে তসলিমা একথা বলেন। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং কারও কারও কাছে এটা বিরক্তিকর হলেও। আমরা যদি আমাদের মুখ না খুলি তবে আমাদের সমাজ বিকশিত হবে না। ভাল সমাজ গড়তে আমাদের অবশ্যই নারী-বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াইচালানোর পাশাপাশি ধর্মীয় মৌলবাদীসহ সব ধরনের অপশক্তির বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত’। নিজের লেখা উপন্যাস ‘লজ্জা’র পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে কিভাবে বাংলাদেশ ছেড়ে চলে আসতে বাধ্য হন এবং ‘দ্বিখণ্ডিত’ বইটি লেখার কারণে বাংলাদেশের মৌলবাদীদের রোষানলে পড়তে হয় সেই বিষয়টিও এদিন আলোচনায় তুলে ধরেন এই বিতর্কিত লেখিকা।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা