গ্রাহক ও বিশিষ্টজন সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইন ফাইন্যান্স এক্সচেঞ্জ কোম্পানি (বিএফসি)।শনিবার স্থানীয় মানামা আল ওসরা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাংলাদেশি মাজহারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইফতেকার আহম্মেদ ও সবুজের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইন-এর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বাংলাদেশি বংশোদ্ভূত ড. মো. ওমর ফারুক।
বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন মিয়াজী,সাবেক সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, বাহরাইন সরকার অনুমোদিত বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু,সোসাইটির সভাপতি মো. সাঈদ, বাংলাদেশি পতিষ্ঠান লিন্নাস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জয়নুল আবেদীন। এছাড়া এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, স্কুল পরিচালনা পরিষদের সদস্য হামেদ কাজী হাসান, সদস্য ও বিশিষ্ট্য ব্যাবসায়ী আইনুল হক, লিন্নাস গ্রুপের ডিএমবি মিজানুর রহমান মিজান, জেন এক্সচেঞ্জ কোম্পানির শাখা ম্যানেজার আনিসুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রবাসে আমরা বিনোদন সংগঠনের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ইমন হোসেন, সহ সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হকসহ সকল পেশা শ্রেণির নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে রোজার গুরুত্ব ও ফজিলত শীর্ষক আলোচনার পর দেশ জাতি ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রকৌশল গোলাম মোস্তফা। ইফতারের পরে অনুষ্ঠানের সভাপতি কোম্পানির সুযোগ সুবিধা তুলে ধরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৬/ আফরোজ