সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসময় একই গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)। এদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
এদিকে আহতরা হলেন, বরিশালের রেজাউল ও নারায়ণগঞ্জের আক্তার। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ী কাজে ইয়াম্বু গিয়েছিলেন। আমিনের পরিবার জেদ্দায় রয়েছেন। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-০৪