সন্ত হলেন মাদার তেরেসা। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে সন্ত শব্দের মানে কি?
সন্ত শব্দের ইংরেজি প্রতিশব্দ সেইন্ট। আর এই সেইন্ট এসেছে ল্যাটিন স্যাংকটাস থেকে, যার অর্থ পবিত্র।
শুরুতে সেইন্ট বলতে বোঝাতো যারা যীশুর প্রতি বিশ্বাস রেখে তার উপদেশ অনুসারে জীবন যাপন করে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠেছেন।
এখন ক্যাথলিক খ্রিস্টানধর্মে সন্ত মানে, যিনি অসামান্য ধর্মপরায়ণ ও পবিত্র জীবন যাপন করে স্বর্গে স্থান পেয়েছেন। ঈশ্বরের সঙ্গে তার ‘ইন্টারসেশন’ হয়েছে। মানুষের প্রার্থনা তিনি ঈশ্বরকে সরাসরি জানাতে পারেন।
প্রথম দিকে মূলত ছিল স্থানীয় বিশ্বাসের ব্যাপার। কারও সম্পর্কে মানুষ শ্রদ্ধাশীল হয়ে তাকে সন্ত মনে করলে ও আঞ্চলিক চার্চ তা সমর্থন করলে সন্তের স্বীকৃতি মিলত। ক্রমে নিয়ম-রীতি অনেক সংহত ও নির্দিষ্ট হয়েছে, এসেছে ‘ক্যাননাইজেশন’ বা সন্তায়ন-এর পদ্ধতি।
এই ক্ষেত্রে ‘মিরাক্ল’-এর বিশেষ গুরুত্ব আছে। সন্ত যেহেতু ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ সাধনের অধিকার পেয়েছেন, তাই তার প্রয়াণের পরে দু’টি ‘অলৌকিক’ ঘটনা প্রমাণ করতে হয়। সেগুলি জানিয়ে দেয় যে, ঈশ্বর তাঁর কথা শুনে ‘মিরাক্ল’ ঘটিয়েছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ