ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ডেনমার্ক এর কোপেনহেগেন শহরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে বলেন, ডেনমার্ক আওয়ামী লীগ বহিষ্কৃত অংশ সম্মেলন এর নামে নাটক করে। বিগত কয়েকদিন ধরে ডেনমার্ক আওয়ামী লীগ বহিষ্কৃত অংশ সম্মেলনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকসহ অন্যান্য ইউরোপিয়ান নেতৃবৃন্দ উপস্থিত থাকবে বলে প্রচার করে। কিন্তু এই প্রচার যে মিথ্যা ছিল তা আজকের সম্মেলনে তাদের অনুপস্থিতিই প্রমানিত হয়েছে। কিছু রোহিঙ্গা, যারা বাংলাদেশের না, তারা কিভাবে আওয়ামী লীগ করে? সেই রোহিঙ্গা ও বহিষ্কৃত, কিছু চাটুকার, কিছু মানুষ যোগ্যতা না থাকা সত্ত্বেও কোন অনুষ্ঠানে মঞ্চ আসন গ্রহণ করতে চায়, তারা ডেনমার্ক আওয়ামী লীগের ইমেজ নষ্ঠ করার যে পায়তারা করছে আমরা তার নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কোন ষড়যন্ত্র আমাদের অদম্য যাত্রাকে থামাতে পারবে না, কোন ব্যক্তি বিশেষ এর ইচ্চার উপর সংগঠন চলবে না। আমরা জাতির জনকের আদর্শের অকুতোভয় সৈনিক, শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বের প্রতি আস্থাশীল। আসুন আমরা সবাই জাতির জনকের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ কে শক্তিশালী করি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কে কেউ হারাতে পারে না। আগাছা, পোকা মুক্ত, বেয়াদব মুক্ত আওয়ামী লীগ করার এখনই সময়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, আহসান উজ্জামান, রেজাউল করিম, আলোক ধরে, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন, সুমন বিশ্বাস, তাসনুভা বিনতে দিশাসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন