সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জমজম এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল আজিজ, তার শাশুড়ি, ছেলে আরাফাত এবং গাড়িচালক মাসুদ। আব্দুল আজিজের বাড়ি ফেনী বলে জানা গেছে। তিনি হাফারেল ব্যবসায়ী। গত এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে আসেন তিনি। এছাড়া নিহত গাড়িচালক মাসুদের বাড়ি দিনাজপুর। নিহতদের লাশ বর্তমানে আল আরথাওয়াইয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, গাড়িতে থাকা অপর দুইজন আব্দুল আজিজের মেয়ে এবং স্ত্রী গুরুতর আহত অবস্থায় আল আরথাওয়াইয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা লাইফ সাপোর্টে রয়েছেন।
নিহত আজিজের প্রতিবেশী ইসরাফীল চৌধুরী কিরন জানান, আব্দুল আজিজ শাশুড়ি, স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে উমরাহ পালন করে ফেরার পথে হাফার উম্মে জমজম এলাকায় এই সড়ক দুর্ঘটনার শিকার হন।
উল্লেখ্য, গত সপ্তাহে ভিজিট ভিসায় আব্দুল আজিজ তার শাশুড়ি এবং স্ত্রী সন্তানদের সৌদি আরব নিয়ে আসেন এবং শুক্রবার ওমরাহ শেষ করে কর্মস্থলে ফিরছিলেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম