কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্বাঞ্চল শাখার উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর হাসাবিয়া অঞ্চলে দাগিমান আল মুতাইরী মসজিদে হাফেজ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মুজিবুল হক।
প্রধান অতিথি হাফেজ মাওলানা নুরুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান বক্তা মাওলানা আবদুর রব রমজান বিষয়ে আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আয়োজক মোহাম্মদ আলী, মাষ্টার আবদুল মোনেম, ইঞ্জিনিয়ার রমজান আলী ও আরিফুর রহমানসহ অসংখ্য প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত প্রবাসীদের কোরআন শিক্ষা দেয়ার পাশাপাশি প্রতি বছর রমজান মাসে বিভিন্ন অঞ্চলে কোরআন প্রতিযোগিতা ও রমজান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে থাকেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব