হাজারো বছরের পুরনো ঐতিহ্যবাহি সংস্কৃতি মেজবান বা মেজ্জান এখন দেশ থেকে নোঙ্গর ফেলেছে স্পেনে। গত বছরের মতো এবারো গত ২৭ জুলাই রাতে স্পেনের মাদ্রিদে চট্টগ্রামবাসীর উৎসবমুখর পরিবেশে বৃহৎ পরিসরে ঐতিহ্যবাহি মেজবানের আয়োজন করে। "নাড়ীর টানে, ঐতিহ্যের বন্ধনে" এই স্লোগান ধারন করে প্রবাসেও যাতে বিদেশি সংস্কৃতির ভিড়ে বাংলাদেশি সংস্কৃতি লালন করা যায় সেই প্রয়াসে এই আয়োজন করা হয়।
মেজবানকে ঘিরে গোটা বাংলাদেশি অধ্যুষিত মাদ্রিদ মিলন মেলায় পরিণত হয়। প্রায় আড়াই হাজার প্রবাসী এ মেজবানে অংশ নেন। ইতিপূর্বে স্পেনে এত বড় ভুজন অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠানের শুরুতে মেজবানের রীতি অনুযায়ী সূরা ফাতেহা পাঠ করা হয়। পরে এক সংক্ষিপ্ত মোনাজাত করা হয়।
মেজবান নিয়ে বেশ উৎসুক ছিলেন সবাই। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে মেজবানে আগতদের মাঝে। শুধু বাংলাদেশি নয় মেজবান নিয়ে বিদেশীরাও বেশ আগ্রহ দেখিয়েছে। আয়োজকদের মাঝে বক্তব্য রাখেন সমিতির সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি দুলাল সাফা, সাধারণ সম্পাদক সাইদুল আলম মামুন, ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী বাবুল, সাইফুল আলম লিটন, সাংবাদিক জাহিদুল আলম মাসুদ, কাজি পারভেজ, গিয়াস উদ্দিন, মাহবুবুল করি্ম, মিঠু রহমান, এস এম বদরুল মিল্লাত, লোকমান হাকিম, দিকু, জয়নাল, রুকন, করিমসহ আরও অনেকে।
দেশে এই ধরনের মেজবান হর হামেশা হলেও বিদেশের মাটিতে বিশেষ করে ইউরোপ তা কমই দেখা যায়। মানুষের ব্যস্ততা ও রান্নার সমস্যার কারণে ইচ্ছে থাকলেও হয়ে উঠেনা আয়োজনের। সব ধরণের প্রতিকুলতাকে ছাপিয়ে মাদ্রিদের চট্টগ্রামবাসী তাদের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছে। বাংলাদেশ এসোসিয়েশন হলে অনুষ্ঠিত এই মেজবানে মাদ্রিদস্থ সকল পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, এসোসিয়েশন এর প্রেসিডেন্ট, সেক্রেটারি, মসজিদ কমিটির প্রেসিডেন্ট, কমিউনিতটির শীর্ষনেতারা এবং ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়াও মহিলাদের জন্য ক্যাফে ঢাকা রেস্টুরেন্টে মেজবান আয়োজন করা হয়।
বিকাল ৮ টা থেকে শুরু হয়ে রাত ১২ টায় পর্যন্ত চলে এই মেজবান। মাদ্রিদে বসবাসরত চট্টগ্রামবাসীরা প্রতিবছর এই ধরনের মেজবান করার আশাব্যাক্ত করেন।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/হিমেল