‘পরবর্তী ৩০ বছরের বাংলাদেশ : চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ মন্ত্রে উজ্জীবিত হয়ে যুক্তরাষ্ট্রে একদল মেধাবী পেশাজীবী প্রবাসীদের উদ্যোগে ৩ দিনের ‘বিডিআই-ইয়েল কনফারেন্স’ অনুষ্ঠিত হবে ২২-২৪ মার্চ (শুক্র, শনি ও রবিবার) কানেকটিকাট রাজ্যে ইয়েল ইউনিভার্সিটিতে।
আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত প্রবাসীদের সমন্বয়ে ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ তথা বিডিআই ১৯৯৫ সালে প্রথম সম্মেলন করেছে পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি অব পিটসবার্গে। এরপর ২০০৮ এবং ২০০৯ সালে হার্ভার্ডে, ২০১৩ এবং ২০১৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে-তে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে যুক্তরাষ্ট্র প্রশাসন, জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের নীতি- নির্দ্ধারকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনাসমূহকে বাস্তবায়িত করার জন্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা জরুরী এবং চলমান উন্নয়ন প্রকল্পের গতি-প্রকৃতি নিয়ে স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞজনেরা গবেষণামূলক প্রবন্ধ এবং মতামত উপস্থাপন করেন এই সম্মেলনে। পুরো সম্মেলনই শিক্ষণীয় হিসেবে বিবেচিত হয়। প্রিয় মাতৃভূমির দায় মুক্তির অভিপ্রায়ে এই সম্মেলনকে মার্কিন প্রবাসীরা অন্যতম একটি অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন।
এবারের সম্মেলনে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে ইয়েল ইউনিভার্সিটি। সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি, সুশাসন, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, ব্যাংক-বিমা এবং নগরায়নের ওপর গবেষণামূলক ৫০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে বিডিআইয়ের পক্ষে ড. ফাইজুল ইসলাম এ সংবাদদাতাকে জানিয়েছেন।
যুক্তরাষ্ট, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানের খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, গবেষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও, নীতি-নির্দ্ধারক, থিংক ট্যাংকের শীর্ষ কর্মকর্তারা এসব প্রবন্ধ তৈরী করে ইতিমধ্যেই বিডিআইর কাছে জমা দিয়েছেন।
সরকার অথবা বিশেষ কোন মহলের চাটুকারি নয়, কেবলমাত্র সত্যের সন্ধান ও বাংলাদেশকে সত্যিকার অর্থে এগিয়ে চলার পরামর্শ প্রদানের লক্ষ্যে এই সম্মেলনে এবার বিশেষ সম্মান জানানো হবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা
চৌধুরীকে। ‘২০১৭ সালের আজীবন সম্মাননা এওয়ার্ড’ পাবেন তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই এওয়ার্ড দেয়া হয় বাংলাদেশের মানুষেরজীবন-মানের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণে বিশেষ অবদানের জন্যে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন