১৮ এপ্রিল, ২০১৯ ১২:২১

কানাডার হ্যামিল্টনে কালো নববর্ষ

অনলাইন ডেস্ক

কানাডার হ্যামিল্টনে কালো নববর্ষ

বাংলাদেশের ক্রমবর্ধমান নারী নিপীড়ন, হত্যার  প্রতিবাদে কালো পোশাকে বাংলা নববর্ষ পালন করেছে কানাডার টরন্টোর জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ‘সুর’। গত ১৪ ফেব্রুয়ারি হ্যামিলটনে আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে সুর অংশ নেয়। লাল-সাদার পরিবর্তে ‘সুর’ এর শিল্পীরা কালো রং এর পোশাকে মঞ্চে ওঠেন।

বিশিষ্ট কণ্ঠশিল্পী শবনম তনুকা, মাহবুবুল হক, এবং ময়ূখ সায়েদকে নিয়ে গড়ে ওঠা ব্যান্ড ‘সুর’ ইতিমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। যে কোনো পরিবেশনায় গানের সাথে তারা দর্শককে পৌঁছে দিতে চায় কোনো না কোনো বার্তা। সুরের কাছে এটা যেন এক সামাজিক দায়বদ্ধতা।

বাংলাদেশি এসোসিয়েশন অব হ্যামিল্টন আয়োজিত এবারের বর্ষবরণ উৎসবে ‘সুর’ আমিন্ত্রত হয়েছিলো হ্যামিলটনে। গান গাইতে গিয়েও সামজিক দায়বদ্ধতাকে ভুলতে পারেনি ‘সুর’। নুসরাতকে পুড়িয়ে হত্যার  প্রতিবাদ ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে 'সুর’ অনুষ্ঠানে উপস্থিত হয় কালো পোশাকে।

এই উপস্থাপনায় একইসাথে 'সুর’ সম্প্রতি না ফেরার দেশে চলে যাওয়া বাংলাদেশের কিংবদন্তী শিল্পীদের একটি করে গান পরিবেশন করেছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর