এএসআই রবিনকে আহ্বায়ক ও রিজভী আলমকে সদস্য সচিব করে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার মাদ্রিদে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ স্পেন শাখা ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা অনুমোদিত কমিটিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক: এএসআই রবিন, যুগ্ম আহ্বায়ক: অব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল কাদের, মো. দুলাল সাফা, মো. বদরুল মাস্টার, আব্দুর রহমান, সদস্য সচিব: রিজভী আলম, সদস্য: আক্তার হোসেন, জহিরুল ইসলাম নয়ন, আইয়ূব আলী সোহাগ, একরামুজ্জামান কিরন, শ্যামল তালুকদার, তামিম চৌধুরী, জাকির হোসেন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, নূরে জামান খোকন, খালেদুর রহমান, খাদিজা আক্তার মনিকা, দবির তালুকদার, সায়েম সরকার, এফএম পাভেল, আজম কাল, কবির হোসেন, আক্তারুজ্জামান ও বিলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/ফারজানা