শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
জাতীয় শোক দিবসে সিঙ্গাপুরে সভা ও দোয়া মাহফিল
সিঙ্গাপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও যুবলীগ। সিঙ্গাপুর আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে রবিবার সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সিঙ্গাপুর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক রাসেল রানা এবং যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজসেবক শেখ রাজু আহম্মেদ, প্রধান আলোচক ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সভাপতি কে এইচ আলামিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিঙ্গাপুর যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম সবুজ, শওকত হোসেন, ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকমাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জেপি তালাস, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মো. মিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক উজ্জল মোহাম্মদ বাদলসহ সিঙ্গাপুর আওয়ামী লীগের এবং সিঙ্গাপুর যুবলীগের ৬টি সিটি/শাখা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান দোয়া মিলাদের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর আওয়ামী লীগের সিঙ্গাপুর যুবলীগের ও সিঙ্গাপুর ছাত্রলীগের নেতারা জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্ক মুক্ত করতে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও সিঙ্গাপুর যুবলীগের পক্ষ থেকে উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর