১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৪৪

ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

ইতালি প্রতিনিধি :

ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ডি রিয়াজ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইতালি বাংলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টায় রোমের তরপিনোতারা হোটেল রসই'র হল রুমে এক সংবর্ধনার আয়োজন করেন ইতালি বাংলা প্রেসক্লাব। ইতালি বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন ও সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খান রিপন। এ সময় রোমের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, ইতালি যুবদলের সভাপতি মাহামুদুল হাসান, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক মাহে আলম শ্যামল, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু আহমেদ শহীদুল্লা, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ইতালি ছাত্রলীগের সহ সভাপতি অনিক হাওলাদার, পিরোজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক সুমন মজিবুর, ইতালি বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি আখী সীমা কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, তথ্য সম্পাদক সোহাগ খান, সদস্য আরিফুল হক, লিটন চৌধুরী, রবিন ঢালী, সাংবাদিক আফজাল রোমান, শিল্পি তাহেরুল ইসলাম, সমাজসেবক মোস্তাক আহমেদ, তাফসির আহমেদ, হাজী সুইট, ফারুক ফরাজীসহ আরো অনেকে। 

ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, বাংলাদেশ সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, পিরোজপুর জেলা সমিতি, ইতালি ছাত্রলীগ, ইতালি বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ রিয়াজ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ দিকে এবি২৪ অনলাইন টিভির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহম্মদ ঢালী, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, রিয়াজ হোসেনকে সম্প্রতি ঢাকায় শেরে বাংলা গবেষণা পরিষদের পক্ষ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা'র দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর