বেলজিয়ামের ব্রাসেলসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে ঈদ পরবর্তী মিলনমেলার আয়োজন করে বায়তুল মোকাররম মসজিদ এন্টারপেন। এতে বেলজিয়ামের বিভিন্ন শহরে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল আহমেদ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন মসজিদ কমিটির, আলী নূর শামীম, আহমেদ শামীম (ত্রিপুরা)গোলাম নবী শ্যামল, হাফেজ আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, শহিদুল্লা শহীদ, মাসুম পারভেজ, আসিফ প্রমুখ।
পরিবার-পরিজন ছাড়া প্রবাসে ঈদ কেবলই আনুষ্ঠানিকতা। তাই বেদনা ভরা মন প্রতিনিয়তই কিছু না কিছুতে আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেন প্রবাসীরা। সেক্ষেত্রে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়। প্রবাসী বাংলাদেশিরাও এতে মেতে উঠেন অনাবিল আনন্দে। প্রবাসের ঈদে এ ধরনের আয়োজন সবাইকে একত্রিত করে আনন্দ, হাসি, আড্ডার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে নৈশভোজের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব