মানুষে মানুষে সম্প্রীতি বাড়িয়ে দিতে ও ব্যাপক উৎসবের মধ্য দিয়ে জার্মানীর রাজধানী বার্লিনসহ অন্যান প্রদেশে সর্বত্র পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে উৎসব শারদীয় দুর্গোৎসব।
শুক্রবার রাজধানীর বার্লিনে প্রথমবারের মত বার্লিন হিন্দু কালচারাল সোসাইটি আয়োজিত পূজা মণ্ডপে সর্বস্তরের পূজারিদের সম্মন্বয়ে ঢাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে আহ্বান জানানো হয় সকল অশুভকে দমনে দুর্গতি নাশিনী দেবী মা দুর্গাকে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে গোবিন্দ পাল ও কাবেরী ওট বলেন, বার্লিনে প্রথমবারের মত পূজার আয়োজন করতে পেরে দারুণ খুশি। তাছাড়া অতি লোভে জগৎ আজ বিভাজিত, চারিদিকে শুধু হানাহানি ও মানুষে মানুষে হিংসাত্মক মনোভাব। এমন অসুরীয় শক্তিকে জয় করতে মা দুর্গার আগমন।
পূজায় আসা বেশকজন ভক্ত জানান সার্বজনীন এই পূজোতে এসে দেবীর আরাধনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। দেশ ও বিদেশের সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানান তারা!!
ভক্তকুলের আশা, মা দুর্গার আশীর্বাদে জগৎ হবে প্রেম ও শান্তিময়। পূজাতে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল, শান্তিজল গ্রহণ, আরতী, নবপত্রিকা, অধিবাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় স্থানীয় জার্মানসহ বিভিন্ন অঞ্চল থেকে পূজারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত