প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দল, যুক্তরাষ্ট্রের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ প্রিন্স পার্টি হলে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অতিথি ছিলেন স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সহ-সভাপতি ভি.পি আলমগীর, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে ওয়াহেদ আলী মন্ডল (মুক্তিযোদ্ধা), মীর মশিউর রহমান (মুক্তিযোদ্ধা), মোস্তফা আহম্মেদ, ফিরোজ হায়দার, মোফাজুল ভূঁইয়া, রুহুল আমিন, তাহমিনা আক্তার, আলম মন্ডল, জহিরুল ইসলাম, মো. আলম, ইয়াকুব আলী, এমদাদুল ইসলাম, সৈকত হোসেন, মো. মেজবাহ উদ্দিন, মো. মনির খান, মো. মনির, আব্দুর রহিম, নূরুন্নবী চৌধুরী, ফয়সাল হোসেন, মো. আলম (খোকন) প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম