২৫ জুন, ২০২১ ১০:৫০

কাতারে প্রতিদিন ৪০ হাজার ডোজ ভ্যাকসিন বিতরণ

কাতার প্রতিনিধি

কাতারে প্রতিদিন ৪০ হাজার ডোজ ভ্যাকসিন  বিতরণ

করোনা মহামারির প্রথম থেকেই কাতারে করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। উন্নত স্বাস্থ্য সেবার কারণে কাতারে চালু হলো বিশ্বের অন্যতম বৃহৎ করোনা টিকা কেন্দ্র যেখানে প্রতিদিন ২৫ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব।

এই কেন্দ্রে রয়েছে টিকা দেওয়ার জন্য ৩০০টি বুথ। টিকা দেবেন ৭০০ জন নার্স। সবমিলিয়ে ৩ লাখ বর্গমিটার জায়গা জুড়ে এটি তৈরি করা হয়েছে। কাতারের স্বাস্থ্যমন্ত্রী ড. হানান আলকুওয়ারি বুধবার (২২ জুন) এটি উদ্বোধন করেন। 

এই কেন্দ্রে বিভিন্ন কোম্পানির কর্মীদেরকে টিকা দেওয়া হবে। কনকো ফিলিপস কোম্পানি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়, কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হামাদ মেডিকেল কর্পোরেশন এবং কাতার চ্যারিটির সহযোগিতায় এই বৃহৎ কেন্দ্রটি তৈরি করা হয়।

এটি ছাড়াও কাতারজুড়ে ২৭টি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে টিকা পাচ্ছেন প্রতিদিন ১৫ হাজার মানুষ। ফলে কাতারে সবমিলিয়ে প্রতিদিন গড়ে ৪০ হাজার ডোজ টিকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে কাতারের ৭২ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 


বিডি প্রতিদিন/ অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর