২৮ জুলাই, ২০২১ ১৩:৫৭

পাপুলের মামলার ‘পয়েন্ট অব ভিউ’ তৈরি সম্পন্ন কুয়েত আদালতের

প্রত্যাখান হতে পারে আপিল

অনলাইন ডেস্ক

পাপুলের মামলার ‘পয়েন্ট অব ভিউ’ তৈরি সম্পন্ন কুয়েত আদালতের

কাজী শহিদ ইসলাম পাপুল। ফাইল ছবি

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার ‘পয়েন্ট অব ভিউ’ তৈরি সম্পন্ন করেছেন কুয়েতের আদালত।

কুয়েত আদালতের ক্যাসেশন প্রসিকিউশন প্যানেলের ওই ‘পয়েন্ট অব ভিউ’তে-বিবাদিদের আপিল প্রত্যাখানের কথা উল্লেখ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হতে পারে। খবর আরব টাইমসের।

উল্লেখ্য, ওই মামলায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনশক্তি কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ছাড়াও সাবেক একজন এমপি আসামি রয়েছেন।

কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতের আদালত কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া দু’জন কর্মকর্তার সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর