১৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৩

অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে বাংলাদেশ

অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের সেমিফাইনালে গ্রাজ ক্রিকেট একাডেমিকে ৫ উইকেট হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (বিসিসিএ)। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রাজ ক্রিকেট একাডেমি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ বিশ ওভার শেষে ১২৩ রান সংগ্রহ করে গ্রাজ ক্রিকেট একাডেমি। উজ্জ্বল মজুমদার এবং আবদুল্লাহ আহমেদ তিনটি করে উইকেট নেন। এছাড়া অধিনায়ক রাকিব ইসলাম ও ইকবাল আহমেদ একটি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে জায়েদ বিন শহীদ এবং আরিফ খানের অনবদ্য ৭১ রানের জুটি  জয়ের পথ সুগম করে দেয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। 

এদিকে এই প্রথমবারের মতো অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে জায়গা করে নেওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরাও ব্যাপক আনন্দিত। প্রবাসী বাংলাদেশিদের আশা ফাইনালে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর